প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৪:৩৬:০৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম হাওলাদার (৬০) আজ দুপুর দেড়টায় স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পংকজ নাথ,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনসুর আহমেদ,মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন,মোঃ আবুল কালাম হাওলাদার ছিলেন একজন সৎ,ত্যাগী ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।তাঁর মৃত্যুতে দল ও এলাকায় যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে,তা সহজে পূরণ হওয়ার নয়।
আল্লাহ তায়ালা মরহুমের বিদেহী আত্মাকে মাগফিরাত দান করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।












