রাজনীতি

শেখ হাসিনার নামে মামলা,আসামি বিএনপি নেতারাও

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৪ , ২:২৯:৫৭ প্রিন্ট সংস্করণ

বরিশাল ব্যুরো।।বরিশালে বিএনপির শান্তি মিছিলে হামলার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৫৬ জনের নামে উল্লেখ করে অজ্ঞাতপরিচয় অন্তত এক হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।বুধবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন নগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।অভিযোগ উঠেছে,ব্যক্তি শত্রুতার জেরে আসামি তালিকায় বিএনপির অনেক নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করেছেন বাদী।এজাহারে ৪০৭ নম্বর আসামি আবু তাহের সুজন বিএনপিপন্থি জিয়া মঞ্চের বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক।সুজন জানান,তাঁর বাসা নগরের ১৮ নম্বর ওয়ার্ডে। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।বিষয়টি নগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলামকে জানিয়েছেন। মীর জাহিদুল বলেন,আরেক আসামি স্থানীয় কাউন্সিলর মাসুমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সুজনকে আসামি করা হয়েছে।একই মামলার আসামি এ কে এম আরিফুর রহমান জানান,তিনি কখনও আওয়ামী লীগের রাজনীতি করেননি। ২০১৯ সালে রূপাতলী এলাকায় পল্লী বিদ্যুতের পেছনে একটি জমি জিয়াউদ্দিন ব্যক্তি শত্রুতার জেরে মামলার অভিযোগ
সিকদারের কাছ থেকে কিনেছিলেন।এ নিয়ে বিরোধের জেরে জিয়ার বিরুদ্ধে মামলা করেন।মামলাটি প্রত্যাহার না করায় আক্রোশ থেকে এখন তাঁকে আসামি করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ এক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন,মামলার ঘটনা সত্য।গত ১৯ জুলাই আওয়ামী লীগ নেতাকর্মীরা সিঅ্যান্ডবি সড়কে বিএনপির শান্তি মিছিলে হামলা করে বাদী জিয়া ও মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুককে কুপিয়ে জখম করে।তবে মামলায় বিপুল সংখ্যক আসামি হওয়ায় বিতর্ক দেখা দিয়েছে।তৃণমূল নেতাকর্মীর কাছ থেকে তালিকা নেওয়ায় এমন হয়েছে। চার্জশিটে অসংগতি দূর করা হবে।

বাদী জিয়া সিকদার জানান,মামলায় কিছু অসংগতি তাঁর কাছেও ধরা পড়েছে।সুজনসহ এমন নামগুলো যাচাই করা হবে।আসামি আরিফুরের বিষয়ে তিনি বলেন,আওয়ামী লীগের সময়ে এপিপি ছিলেন আরিফ।তিনি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অযথা মামলা দিয়ে হয়রানি করেছেন।’

আরও খবর

Sponsered content