রাজনীতি

গোলাম রব্বানী আজমত উল্লাহকে বিজয়কে ঘোষণা অভিনন্দন জানিয়েছেন-অতঃপর:-

  প্রতিনিধি ২৬ মে ২০২৩ , ৮:৪৯:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই আজমত উল্লা খানকে বিজয়ী উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এর প্রতিবাদ জানিয়েছেন অপর প্রতিদ্বন্দ্বী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৫ মে) রাত ১০টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে গোলাম রব্বানী লেখেন,দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মুজিব আদর্শের জয়; পুষ্পিত শুভেচ্ছা-অভিনন্দন আইন বিভাগের শ্রদ্ধাভাজন অগ্রজ অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ভাই।’

এদিকে এখন পর্যন্ত ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১৮০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন ৯২২২২টি ভোট।আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা পেয়েছেন ৮২০২১ ভোট। এখনো ৩০০টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি।

রব্বানীর স্ট্যাটাসের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম ইত্তেফাক অনলাইনকে বলেন,আমার মা এখনো হাজার হাজার ভোটে এগিয়ে আছে।থচ ছাত্রলীগের একজন সাবেক নেতা দলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণা দিয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন।ভোট গণনা শেষ হওয়ার আগেই তিনি কিভাবে অভিনন্দন জানান?ইভিএমে ভোট গণনা হচ্ছে, জনগণের ভোট নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলার সুযোগ না পায়,সেটাই নির্বাচন কমিশনকে বলব।’

আরও খবর

আওয়ামীলীগের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ‘জনগণের কাছে গ্রহণযোগ্য’ প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে

আপনারা যত ধরনের স্যাংশনই দেন তা মোকাবিলা করার মতো যোগ্যতা বাংলাদেশের আছে-কৃষিমন্ত্রী, আবদুল রাজ্জাক

এনআইডি থাকলেই সবার রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার উচিত-পররাষ্ট্রমন্ত্রী,আব্দুল মোমেন

জামায়াতে ইসলামীর ৫ জুনের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি-স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খান

ভাষা আন্দোলনের সময় রাজনৈতিক নেতা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মুজিব

ড. মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানি বন্ধের’ জন্য সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে

Sponsered content