প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ৯:১৯:১২ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি।।ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল বগুড়া রোড শাখার একটি প্রবাসী রেমিট্যান্স সেবা কেন্দ্রের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রাহকের প্রেরিত অর্থ আত্মসাতের চেষ্টার।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এম. মাজহারুল ইসলাম সাধারণ ডায়েরীভুক্তির আবেদন জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী,এম. মাজহারুল ইসলামের বাবা ১৯৯১ সালে ব্রেনস্ট্রোক আক্রান্ত হয়ে কর্ম অক্ষম হয়ে পড়েন। দীর্ঘদিনের চিকিৎসা সেবা সত্ত্বেও পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। ২০১৯ সালে শ্রীপুর ইউনিয়নের কালাবদর নদীর ভাঙ্গনে তাদের বাড়ি নদীতে বিলীন হয়ে যায়।
এমন পরিস্থিতিতে চলতি বছরের ২৪ জুন তার নিকট আত্মীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ৬৫,৬০০ টাকা প্রেরণ করেন।এম. মাজহারুল ইসলাম অভিযোগ করেন, তিনি টাকা উত্তোলনের জন্য ব্যাংকের বরিশাল বগুড়া রোড শাখায় গেলে শাখার কর্মচারী কামরুজ্জামান জুম্মান তার কাছে দাতার আইডি কার্ডের সঙ্গে আরও একটি গোপন পিন প্রদানের দাবি করেন।এম. মাজহারুলের দাবি,এমন প্রক্রিয়া ছাড়া তিনি তার প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারছিলেন না।
এসময় শাখায় উপস্থিত এক নারী গ্রাহক,নাম প্রকাশে অনিচ্ছুক,একই সেবা নিতেই শুধুমাত্র আইডি কার্ড দেখিয়েই টাকা নিতে সক্ষম হন।অভিযোগে বলা হয়েছে,এ ঘটনায় ব্যাংকের দুই কর্মচারী তাকে বাধা দেন।
পরবর্তীতে মেহেন্দিগঞ্জ উপজেলার এক স্কুল শিক্ষকের মাধ্যমে প্রেরিত রেফারেন্স আইডি স্ক্রিনশট দেখালে মেহেন্দিগঞ্জ শাখার ম্যানেজার মোঃ রাকিব হাসান জানিয়েছেন,বরিশাল বগুড়া রোড শাখার কিছু কর্মচারী জালিয়াতি করে অর্থ আত্মসাতের চেষ্টা করছে।এরপরেও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করলেও কার্যকর প্রতিকার না পেয়ে,এম. মাজহারুল ইসলাম বরিশাল কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরীভুক্তির আবেদন করেছেন।
তিনি থানার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দ্রুত তদন্তের জন্য পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।সঙ্গে তিনি রেফারেন্স ম্যাসেজের স্ক্রিনশট,গুগল সার্চে অর্থ আসার প্রমাণ,এনআইডি কপি ও ব্যাংক অ্যাকাউন্টের মাষ্টার কপি জুড়েছেন।











