সারাদেশের খবর

শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহিনীর উপর হামলা

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২২ , ৪:০৭:২৫ প্রিন্ট সংস্করণ

0Shares

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি।।মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দার আঘাতে লুৎফুন নেছা (৫০) নামের এক গৃহিনী গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকালে শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরগুয়াতলায় এ ঘটনা ঘটে। সকাল ৯ টার দিকে
রেখা আক্তার (৩০) নামক এক নারী তার নিজ বাড়িতে, আহত লুৎফুন নেছাকে ডেকে নিয়ে,তার মাথায় দা দিয়ে কোপ দিয়ে জখম করে।লুৎফুন নেছাকে গুরুতর আহত অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত গৃহিনী লুৎফুন নেছা (৫০) উপজেলার চরগুয়াতলা গ্রামের আতা মিয়া হাওলাদার (৫৫) এর স্ত্রী।

আহত গৃহিনী লুৎফুন নেছার পরিবারের অভিযোগ শাহজাহান মিনা, রেখা আক্তার, সাগর মিনা ও সজিব মিনা তুচ্ছঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ডেকে নিয়ে, তার মাথায় দা দিয়ে কোপ দিয়ে জখম করে।

স্থানীয়রা বলেন, লুৎফুন নেছা ও রেখা আক্তার একই গ্রামের পাশাপাশি বাড়ি। সোমবার সকালে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে
রেখা আক্তার তার নিজ বাড়িতে ডেকে নিয়ে, তার মাথায় দা দিয়ে কোপ দিয়ে জখম করে।

শিবচর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা এখনো এমন কোন অভিযোগ পাইনি।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares