শিক্ষা

শিক্ষার্থীরা আমাদের প্রাণ ও আগামীর ভবিষ্যৎ-ববির উপাচার্য,অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৩ , ২:৫০:২২ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পরিবহন পুলে নতুন বাস সংযোজন করা হয়েছে।এর নাম দেওয়া হয়েছে ‘জয়ন্তী’।বিজয় দিবসের দিন শনিবার (১৬ ডিসেম্বর) বাসটি উদ্বোধন করবেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।

নতুন সংযোজিত এই বাসের তথ্য জানতে চাইলে পরিবহন পুলের ম্যানেজার মেহেদী হাসান জানান,বাসটি ১৪ জুন অর্ডার করা হয়।যার মডেল এলপিও ১৩১৬। ক্যাপসুল বডি গাড়িটি কিনতে খরচ হয়েছে ৪২ লাখ ২৯ হাজার টাকা।এতে সিট সংখ্যা রয়েছে ৫২।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন,শিক্ষার্থীরা আমাদের প্রাণ ও আগামীর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের আকাঙ্ক্ষা,তাদের মৌলিক দাবি পূরণ করতে কাজ করছি।দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবহনে যে দুরবস্থা সেটা কেন হচ্ছে আমি জানি না।তাদের পরিবহন সমস্যা এবং একাডেমিক বিষয়ে দেখে আমার কষ্ট লাগে। তা সমাধানে আমি কাজ করে যাব।

এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে বাস সংখ্যা দাঁড়াল ২৩। যার মধ্যে বড় বাস ছয়টি।বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) থেকে ১০টি বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবহন পুলে যুক্ত রয়েছে।

আরও খবর

Sponsered content