সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষক নিয়োগ পরীক্ষায় হাইটেক নকল: ভোলায় ২১ জন গ্রেফতার,জব্দ স্পাই ইয়ার বাডস ও মোবাইল

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ২:৫২:১০ প্রিন্ট সংস্করণ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় হাইটেক নকল: ভোলায় ২১ জন গ্রেফতার,জব্দ স্পাই ইয়ার বাডস ও মোবাইল

ভোলা প্রতিনিধি।।ভোলা জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২১ জন পরীক্ষার্থী ও সহযোগীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে স্পাই ইয়ার বাডস,মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়,গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।ভোলা জেলায় মোট ২৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষাকালীন সময়ে ভোলা সদর মডেল থানাধীন বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকলের চেষ্টা শনাক্ত করেন।

পরবর্তীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা হল থেকে বহিষ্কার করে পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের গ্রেফতার করে হেফাজতে নেয়।গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন।অভিযুক্তদের কাছ থেকে ক্রেডিট কার্ড সদৃশ ৫টি ইলেকট্রনিক ডিভাইস,৫টি স্পাই ইয়ার বাডস এবং ১৩টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা নং-১৯,তারিখ ১০/০১/২০২৬ রুজু করা হয়েছে।মামলায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন,১৯৮০ এর ৪(ক)/(খ), ৯(ক)/(খ)/১৩ ধারা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ,২০২৫ এর ২২(২)/২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে,এ জালিয়াতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চক্রের মূল হোতাকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার,ভোলা মহোদয়ের নির্দেশে একটি শক্তিশালী তদন্ত টিম গঠন করা হয়েছে। মামলাটি পুলিশ সুপার ভোলা সরাসরি তদারকি করছেন।

ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতে সব ধরনের নিয়োগ ও পাবলিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সোহান সরকার,পিপিএম-সেবা।

আরও খবর

Sponsered content