শিক্ষা

শিক্ষক নিয়োগের বিধিমালা ও ৪০টি পদের মধ্যে সামঞ্জস্যতা আনতে সভা করেছে-শিক্ষা মন্ত্রণালয়

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ২:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা ও ৪০টি পদের মধ্যে সামঞ্জস্যতা আনতে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এ সভা শেষ হয় বিকেল ৩টার দিকে।

সভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন,সভায় অনেক বিষয়ে আলোচনা হয়েছে।এগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যাপার। আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেব।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত একজন উপসচিব বলেন,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার ব্যাপার সিদ্ধান্ত হয়েছে।তিনটি অধিদপ্তরের নিয়োগ যোগ্যতা ভিন্ন। এগুলো সমন্বয় করে একই ধরনের করা হবে।’

এ কর্মকর্তা আরও বলেন,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৪০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয়।কারিগরি, মাদ্রাসা এবং স্কুল-কলেজে নিয়োগের যোগ্যতা ভিন্ন।যোগ্যতা যেন একই থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে।এছাড়া বিধিমালায় মৌখিক পরীক্ষার নম্বর যেন যুক্ত করা হয় সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।’

জানা গেছে,৪০টি বিষয়ে তিনটি অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকায় সুপারিশে জটিলতা সৃষ্টি হয়েছিল।অনেক প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছিলেন।তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীরা দাবি জানিয়ে আসছিলেন তিন অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক।

তারই পরিপ্রেক্ষিতে এনটিআরসিএ পরীক্ষা পদ্ধতি,বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়।এর খসড়া প্রস্তুত করে বোর্ড সভায় চূড়ান্তত করা হয়।পরে এ নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হলো।

আরও খবর

Sponsered content