শিক্ষা

শিক্ষকদের রক্ত দিয়ে লেখা স্মারকলিপি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর প্রেরণ

  প্রতিনিধি ১১ জুন ২০২৪ , ৭:১০:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শিক্ষাব্যবস্থা জাতীয়করণ,বেসরকারি শিক্ষকদের বেতনবৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে আওয়াজ তুললেন বরিশালের শিক্ষকেরা।তাদের দাবিদাওয়ার বিষয়গুলো উল্লেখ করে রক্ত দিয়ে লেখা স্মারকলিপি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় অর্ধশত শিক্ষক রক্ত দেন।এ সময় রক্ত দিয়ে শিক্ষকের দাবি-সংবলিত স্মারকলিপি লেখা হয়।এরপর রেজিস্ট্রি ডাকযোগে প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষা সচিব বরাবর তা প্রেরণ করা হয়।

এ ছাড়া নগরীর টাউন হলের সামনে জাতীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এর আগে বেতনবৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল। বক্তৃতা করেন অধ্যক্ষ মিজানুর রহমান,অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকনসহ অন্যান্যরা।বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

দাবির মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শতভাগ বাড়ি ভাড়া প্রদান।

আরও খবর

Sponsered content