প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ১০:১৯:৫৯ প্রিন্ট সংস্করণ
যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মুলের লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বেনাপোল পোর্ট থানার মামলা নং-৩৯, তাং- ২২/০৬/২২ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন,১৯০৮ এর ৩/৬ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম, এসআই সোলাইমান আক্কাস, এসআই শাহিনুর নেতৃত্বে পুলিশ শার্শার মহিষাকুড়া হতে সন্ত্রাসী (১) শাহাবাজ মন্ডল (৬০), (২) জসিম উদ্দিন (৩৩), (৩) সাহেব আলী @ বিল্লালদের গ্রেফতার করেন।
তাদের দেওয়া তথ্যমতে শার্শা থানাধীন মহিষাকুড়া দক্ষিনপাড়া সাকিনস্থ আসামী শাহাবাজের ভাই ইউনুচ আলী মন্ডলের বসতবাড়ীর গোয়াল ঘরের ৫০ গজ পশ্চিম পাশে বিচলী গাদার মধ্যে হতে ১টা দুনালা বন্দুক, ০৬টা বারো বোর কার্তুজ উদ্ধার করেন।
এ সংক্রান্ত শার্শা থানার মামলা নং-২২, তাং-২২/০৯/২২ খ্রিঃ, ধারা- The Arms Act,1878 u/s 19A রুজু হয়েছে। আসামীরা অস্ত্র প্রদর্শনপূর্বক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে জুন মাসে নির্বাচিত মেম্বার বাবলুকে হত্যা করেছিল।তাছাড়াও তারা একটা সংঘবদ্ধ হয়ে এলাকায় চাঁদাবাজি, হত্যা, মাদক ব্যবসা করে আসছিল।
উল্লেখ্য যে, ১নং আসামী শাহাবাজের বিরুদ্ধে ইতোপূর্বে ০২টা অস্ত্র, ২টি হত্যা, ৩টি মাদক মামলাসহ ১২টা মামলা রয়েছে। ২নং আসামী জসিম এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ৪টা মামলা রয়েছে। ৩নং আসামী বিল্লালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ৩টা মামলা রয়েছে।
আসামীরা হলেন-(১) শাহাবাজ মন্ডল (৬০), পিতামৃত- নূর আলী মন্ডল, (২) জসিম উদ্দিন (৩৩), পিতা- আবেদার রহমান মোল্লা, (৩) সাহেব আলী @ বিল্লাল (৪০), পিতা- আমীর আলী মোড়ল, সর্বসাং- মহিষাকুড়া, থানা- শার্শা, জেলা- যশোর উদ্ধারকৃত আলামতের বিবরনঃ (১) ০১টা দুনালা বন্দুক। (২) ০৬টা বারো বোর কার্তুজ। (৩) ০১টা পুরাতন কাপড়ের তৈরি কভার।

















