অপরাধ-আইন-আদালত

শব্দদূষণের কারণে ৩ টি বাস-ট্রাক চালককে জরিমানা-নিষিদ্ধ ৩টি হাইড্রোলিক হর্ন জব্দ

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৩:৪৫:২৭ প্রিন্ট সংস্করণ

রবিউল ইসলাম রবি (বরিশাল বিভাগীয়) প্রধান॥ ২ টি বাস ও ১ টি ট্রাক চালককে ৩টি মামলায় মোট ৫ হাজার ৫ শতাধিক টাকা জরিমানাসহ অনুমোদিত হর্ণের মাত্রারিক্ত শব্দদূষণের কারণে ৩ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বরিশাল ভান্ডরিয়া মহাসড়কের কীত্তিপাশা মোড়ে শব্দদূষণ বিরোধী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।

বরিশাল পরিবেশ অধিদপ্তর এর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবদুল হালিম’র নির্দেশে এ মোবাইল কোর্ট পরিচালনা সময় পরিবেশ অধিদপ্তর এর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোঃ মাসুম বিল্লাহ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের ল্যাব সহকারী সুধা বিন্দ পান্ডে ও কয়েকজন আনসার সদস্য উপস্থিত ছিলেন।

হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী’ ওই ব্যবস্থা নেয়া হয়।

আরও খবর

Sponsered content