জাতীয়

লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ৪:৫১:৫২ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ২২ ডিসেম্বর ১৯৮৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন।তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট,সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি),৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপেুর এরিয়াসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares