সারাদেশ

লক্ষীপুরে এলজিইডির সড়কের নিম্নমানের খোয়া দিয়ে চলছে রাস্তার কাজ

  প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ১:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।লক্ষ্মীপুরে টুমচরে সড়ক নির্মাণে এলজিইডি’র ব্যাপক অনিয়ম অভিযোগ উঠেছে।এলজিডি লক্ষ্মীপুর সদর কার্যালয়ের তত্ত্বাবধানে চলছে টুৃমচর ইউনিয়নের  পুরোনো সড়ক সংস্কারকাজে সিডিউল বহির্ভূত ভাবে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

টুমচর কালির চর,ইলির গোজার সর্বসাধারণের অভিযোগ ঠিকাদার  রাস্তায় নিমাণের সময় পানি ব্যবহার না করার কারণে ধুলাবালুর দোকানপাট বাড়িঘরে,মানুষের চোখে মুখে প্রবেশ কর,এতে সাধারণ মানুষের  দুর্ভোগের শেষ নেই।,  খোয়া পরিষ্কার না করে ময়লা আবর্জনা সহ ব্যবহার করা হচ্ছে।রাস্তার দুইপাশে এজেন্ট দেওয়া হচ্ছে না,মাটি দেওয়ার কথা থাকলেও  মাটির না দেওয়ার অভিযোগ,পুরাতন রাস্তা থেকে খোয়া তুলে রাস্তায় বড় বড় গর্ত পূরণ করা হচ্ছে  এমন অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী  

অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান জনিএন্টরপাইজেরএর স্বত্তাধিকারী জনির লাইসেন্সের অধীনে কাজ করেন শাহজাহান মনির নামে এক ব্যাক্তি।এর মধ্যে  রাস্তা নির্মাণে একেবারে নিম্নমানের ইট, ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। 

ঠিকাদারী প্রতিষ্ঠানের সূত্রে জানা যায়,১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালির চর থেকে মজুচৌধুরীর সংযোগ সড়কের  ৫ কিলো মিটারের এই সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়।পুরাতন রাস্তা সংস্কারের নামে ব্যাপক লুটপাট চলছে,ঠিকাদারের  নিম্নমানের কাজ দেখে স্থানীয় এলাকাবাসী হতাশ।

আরও খবর

Sponsered content