জাতীয়

র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে-র্যাব ডিজি

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ৮:২৩:১৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।র‍্যাবের বিদায়ী মহাপরিচালক (ডিজি) ও নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘মাঝেমধ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে।তবে,কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে,দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার সকালে র‍্যাব মহাপরিচালক হিসেবে সর্বশেষ মতবিনিয়ম সভার আয়োজন করা হয় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে। সেখানে তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় পুলিশ সরকারের হয়ে কাজ করেছে বলে বিভিন্ন রাজনৈতিক দলের যে অভিযোগ ও র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠে আসে। এসব প্রসঙ্গে প্রশ্ন রাখেন গণমাধ্যমকর্মীরা।

র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে জানিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ নিষেধাজ্ঞা নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়।’

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘গত আড়াই বছরে তিনি র‍্যাবে স্বাভাবিক দায়িত্ব পালন করেছেন। র‍্যাব আইনানুগপ্রক্রিয়া অবলম্বন করে কাজ করে। কাজ করতে গিয়ে র‍্যাব বাধা হয়ে দাঁড়ালে অপরাধীরা সর্বশক্তি প্রয়োগ করে। অপরাধীরা র‍্যাবকে প্রতিহত করে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সে ক্ষেত্রে ঘটনাস্থলে পুলিশ আসে। ম্যাজিস্ট্রেট আসেন। কেউ নিহত হলে অভিজ্ঞ ময়নাতদন্তকারী মরদেহের ময়নাতদন্ত করেন।’

মামুন বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনা তদন্ত করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনেন। রায় দেন। গণমাধ্যম সবকিছু মনিটর করে। এসব প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পাদিত হয়।

আরও খবর

আমরা এখন রূপকল্প-২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ নিয়ে কাজ করছি-প্রধানমন্ত্রী, শেখ হাসিনা

জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদের নাম পরিবর্তনসহ সংস্কার কমিশনের ১০টি সুপারিশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব মোহাম্মদ মোজাম্মেল হকের নিয়োগ বাতিল

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের প্রয়োজন নেই-পররাষ্ট্রমন্ত্রী,ড. এ কে আব্দুল মোমেন-

যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ বাংলাদেশের জন্য ‘অপমানজনক ও লজ্জাজনক’-মির্জা‌ ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ বিশ্বের ৩৫তম দেশে পরিণত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ এখানে আছে-পররাষ্ট্রমন্ত্রী,এ কে আব্দুল মোমেন

Sponsered content