ইসলাম ও জীবন

রোজা সম্পর্কিত ২০টি ভুল ধারনা রয়েছে -শায়খ আহমাদুল্লাহ।

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৪ , ৪:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রহমত,মাগফিরাত এবং নাজাতের মাস হলো পবিত্র রমজান।সংযম ও সহনশীলতা অনুশীলনের জন্য আল্লাহ আমাদের ওপর রোজা ফরজ করেছেন।রমজানের রোজা সম্পর্কে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। এই ভুলধারণাগুলো সংশোধন করে নিতে বলেছেন শায়খ আহমাদুল্লাহ।

রোজা সম্পর্কিত ২০টি ভুল হচ্ছে-

১. রমজানের চাঁদ না দেখা।
২. রোজার জন্য শুধু খাবার মজুদ করা।
৩. বাচ্চাদের রোজা রাখতে না দেয়া।
৪. মুখের নিয়তকে জরুরি মনে করা।
৫. রোজা রেখেও পাপ কাজ করা।
৬. মিসওয়াক করাকে দোষের মনে করা।
৭. সেহরি বেশি দ্রুত বা বেশি দেরি করে খাওয়া।
৮. গোসল ফরজ হলে সেহরি খাওয়াকে দোষের মনে করা।
৯. সেহরি না খেলে রোজা হয় না মনে করা।
১০. সেহরিতে খেজুর না খাওয়া।

১১. সেহরিতে দোয়া না করা।
১২. থুতু গিললে রোজা ভেঙে গেছে মনে করা।
১৩. ফজর পড়ে ঘুমানো।
১৪. মাগরিবের আজানের জবাব না দেয়া।
১৫. তারাবির নামাজে তাড়াহুড়ো ও চার রাকাত পরপর দোয়াকে জরুরি মনে করা।
১৬. রোজা রেখে সময় অপচয় করা।
১৭. ইফতারদাতার জন্য দোয়া না করা।
১৮. ইতেকাফ না করা।
১৯. রোজার শেষ দিন কেনাকাটায় বেশি ব্যস্ত হওয়া।
২০. ফিতরা সময়মতো আদায় না করা।

আরও খবর

Sponsered content