সারাদেশ

রুমায় ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ২:৫৮:৫৪ প্রিন্ট সংস্করণ

রুমা(বান্দরবান)প্রতিনিধি।বান্দরবানের রুমায় ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সকাল ১০টায় রুসা সদরে জৌমী রিসোর্টে বেসরকারী সংস্থা গ্রাউসের আস্থা প্রকল্পের গঠিত ইয়ুথ গ্রুপ সদস্যদের নিয়ে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার অন্তরা তঞ্চঙ্গ্যা।তিনি বলেন,তৃনমূল পর্যা‌য়ে জনসাধরন‌কে স‌চেতন করার জন‌্য এই ইয়ুথ গ্রুপ গুরুত্বপুর্ণ ভু‌মিকা রাখতে পারে।এজন্য সু‌নি‌দি‌ষ্টি একটি কর্মপ‌রিকল্পনা অনুসা‌রে যুব‌াদের অগ্রসর হওয়া দরকার”।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা।ফিল্ড এসোসিয়েট মংতিংসাই মারমার সভাপতিত্বে এই সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন রুমা উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক এংসাই খুমী।

প‌রে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী যুবারা তা‌দের নিজ নিজ মতামত ব্যক্ত ক‌রেন।

এ সভায় ইয়ুধ গ্রুপের যুবারা দুই গ্রু‌পের দলীয় কা‌জের মাধ্যমে কি‌ কি কারণে সমা‌জে দ্বন্দ বা সম্প্রীতি নিনষ্টের কারণ এবং তা প্রতিরোধে কিভা‌বে নিরসন করা যায়, এই নিয় ব্রাউন পেপা‌রে লি‌পিবব্ধ ক‌রেন এবং একে একে উপস্থাপন ক‌রেন। যুবারা সকলের একমত হয়ে তিনমাসের একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

আরও খবর

Sponsered content