প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৩:৪০:৫৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন।সঙ্গে তার স্ত্রী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্যরাও থাকছেন।

শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি জেদ্দা রওনা হবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়ে বুধবার বলেন,“রাষ্ট্রপতি (সৌদি রাজ পরিবারের) রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন।সঙ্গে তার পরিবারের সদস্যসহ অন্যান্য সফরসঙ্গী থাকছেন।”
এবার হজ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন; পরদিন সৌদি আরবে কোরবানির ঈদ।বাংলাদেশে কোরবানির ঈদ হবে ২৯ জুন।
হজপালন শেষে জুলাই মাসের শুরুতে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে জানান প্রেসসচিব।

















