প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১:৩৮:১০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক(টঙ্গী)।।রাশিয়া ও ইউরোপে কর্মসংস্থানের নামে প্রতারণা ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেও এখন পর্যন্ত এসব অভিযোগের কোনোটি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।

https://www.facebook.com/100067712811301/posts/pfbid036jojJgZkRCTDcZznwiAKUBZKq2K49Sdae9cpYcb4qi35UAVAmrbcwHxjVJBFKwn6l/?app=fbl
অভিযোগকারী প্রথম পক্ষ তাদের ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন,মোহাম্মদ তোফাজ্জল হোসেন রাসেল রাশিয়া–ইউরোপগামী একটি দালালচক্রের সদস্য এবং তিনি প্রতারণার মাধ্যমে ভুয়া ইনভিটেশন লেটার ও ওয়ার্ক পারমিট সরবরাহ করেছেন।তাদের ভাষ্য অনুযায়ী,মেডিকেল করানোসহ বিভিন্ন ধাপে পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ১৭ লাখ টাকা লেনদেন করা হয়,যার সব ব্যাংক স্টেটমেন্ট তাদের কাছে সংরক্ষিত আছে।
স্ট্যাটাসে আরও বলা হয়,কাগজপত্র ভুয়া প্রমাণিত হওয়ার পর টাকা ফেরত চাইলে রাসেল সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে দেশ ছেড়ে বিদেশে চলে যান।এ ঘটনায় রাসেল ও তার স্ত্রীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা প্রস্তুতির কথাও জানান অভিযোগকারীরা এবং টঙ্গীবাসীর সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে,একই স্ট্যাটাসের কমেন্টে টিআই রাসেল নামে এক ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দেন। তিনি দাবি করেন, কিরগিজস্তানভিত্তিক মানবপাচারকারী মানিক মিয়া নামের এক ব্যক্তি প্রলোভনের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ার যুদ্ধে জড়িয়ে দেন।তার অভিযোগ অনুযায়ী,গত বছর রাশিয়ার একটি এগ্রো ফার্মে পাঠানো শ্রমিকদের মধ্য থেকে প্রায় ১২ জনকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়,যাদের মধ্যে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
টিআই রাসেলের ভাষ্য,নিহতদের অধিকাংশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদি জেলায়।তিনি আরও বলেন,এ বিষয়ে কথা বলায় তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।বিষয়টি প্রকাশ্যে আনতে যুদ্ধ থেকে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতির কথাও জানান তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত ছাড়া এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





























