আন্তর্জাতিক

রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন হেরে গেছে-ইলন মাস্ক

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:১৪:২৯ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন ধনকুবের এবং সামাজিক মাধ্যম এক্স পেইজের মালিক ইলন মাস্ক বলেছেন, ‘তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে,রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন হেরে গেছে।একই সাথে তিনি বলেন,ভবিষ্যৎ শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন যে অবস্থান গ্রহণ করেছে তাতে দেশটি আরো দুর্বল হয়ে পড়ছে। ‘

ইলোন মাস্ক এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেন, ‘আমেরিকায় ইউক্রেন যুদ্ধের পৃষ্ঠপোষকদের মধ্যে ভীতি এবং অস্বস্তি সৃষ্টি হচ্ছে।রিপাবলিকান দল এখন ইউক্রেনকে সামরিক সহায়তার দেয়ার বিরোধিতা করছে।


ইলন মাস্ক বলেন, ‘এখন যুদ্ধবিরতি এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার সময় হয়েছে।ইউক্রেন এই যুদ্ধে হেরে গেছে এবং কোন কিছুতেই তা আর পরিবর্তন হবে না। তিনি সুস্পষ্ট করে বলেন,এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে, পরাজয় মেনে নেয়ার আগে ইউক্রেনের কত মানুষের মৃত্যু হয় সেটাই দেখার বিষয়। ‘

আরও খবর

Sponsered content