আন্তর্জাতিক

রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ৪:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা।এবারের নিষেধাজ্ঞায় ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়া ও ক্রিমিয়ায় নিয়ে দেশটির মতাদর্শে উদ্বুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে।এ জন্য দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই তথ্য জানিয়েছেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন,ইউক্রেনের শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাশিয়ার তিন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।এই ব্যক্তিরা জোর করে ইউক্রেনের শিশুদের নির্বাসিত করছেন। শিশুদের ধরে নিয়ে যাওয়া এবং শিশুদের বন্দী করার সঙ্গেও তাঁরা জড়িত বলে জানান তিনি।

তিনি বলেন,ইউক্রেনের নাগরিকদের ওপর রাশিয়ার যারা নৃশংসতা চালাচ্ছেন তাদের জবাবদিহির আওতার আনার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেন সরকারের দেওয়া তথ্যানুসারে,২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর এ পর্যন্ত ১৯ হাজার ৫০০ শিশুকে তুলে নিয়ে গেছে রাশিয়া।বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য তুলে ধরেছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares