প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৪:০০:০৫ প্রিন্ট সংস্করণ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি।।ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় “তরুণ প্রজন্ম সংঘ” এর উদ্যোগে গত ১৫ই নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলমান মাসব্যাপী সদস্য সংগ্রহ ক্যাম্পেইনে সদস্য হওয়া নবাগত সদস্যদের নিয়ে আলোচনা সভা ও ২০২১, ২০২২ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩ঘটিকায় নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরামর্শ পরিষদ এর সদস্য মাওলানা কাওছার আলম।
সংগঠনের সভাপতি এম আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরামর্শ পরিষদ এর সম্মানিত সদস্য ও নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইমদাদুল হাসান, মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মুহাম্মদ আরিফ বিল্লাহ, মোঃ মাহবুব বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী অর্থ সম্পাদক মোঃ রাহাত, তথ্য ও প্রচার সম্পাদক, মোঃ ইমরান হোসেন, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ শোয়েব, সহকারী ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য মুহাম্মদ আব্দুর রহমান, আরিফ বিল্লাহ, হাসান,শরিফুল ইসলাম প্রমূখ ।
উল্লেখ্য, সংগঠনটি গত ৯ই এপ্রিল ২০২১ইং সালে প্রতিষ্ঠার পর থেকেই এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন সহোযোগিতা ও সংস্কার কাজে যুগোপযোগী কর্মসূচি পালনের মাধ্যমে বিশেষ ভুমিকা পালন করে আসছে।

















