জাতীয়

রাজকীয়’ এক বিদায়ী সংবর্ধনা

  প্রতিনিধি ১৯ জুন ২০২৪ , ৬:২২:০৫ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লায় সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ‘রাজকীয়’ এক বিদায়ী সংবর্ধনা দিয়েছে ৩৩ পদাতিক ডিবিশন।

বুধবার (১৯ জুন) সকালে কুমিল্লা সেনানিবাস পরিদর্শনকালে ফুলেল শুভেচ্ছায় সেনাপ্রধানকে করা হয় বিদায়ী বরণ।

এই সময় তিনি সব সেনাসদস্যর সঙ্গে মতবিনিময় করেন।

সেনাবাহিনীর প্রধান তার বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।দেশের সংগ্রাম-সম্ভাবনায় এই বাহিনী সব সময় সাথে ছিল এবং থাকবে।

দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

আরও খবর

Sponsered content