জাতীয়

রমজান সামনে রেখে কোনো পণ্যের ঘাটতি নেই-অর্থমন্ত্রী,আবুল হাসান মাহমুদ আলী

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৪ , ৫:৩২:৫৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন,রমজানে বাজারে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো প্রয়োজন সেগুলোর যথেষ্ট মজুদ রয়েছে।চিন্তার কোনো কারণ নেই,রমজান সামনে রেখে কোনো পণ্যের ঘাটতি নেই। এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার।

রোববার (২১ জানুয়ারি) বিকালে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রমজান আসছে।আমরা সর্বশেষ পরিস্থিতি দেখলাম,কোনো শর্টেজ নেই।রজমানের সময় যেসব আইটেম লাগে।চিন্তার কোনো কারণ নেই। শর্টেজেরও কোনো কারণ নেই।কিছু মহল চেষ্টা করে কীভাবে সিচুয়েশনকে ডিস্টাবলাইজ করা যায়।যেখানে মার্কেট ইকোনমি অপারেট করছে সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে।

দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।প্রয়োজনে সরকার কঠোর হবে,শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।তবে এখনো কঠোর পদক্ষেপ হবার মতো পরিস্থিতি হয়নি বলে জানান তিনি।

আমদানিকে প্রাধান্য দেবেন কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন,দরকার হলে আমদানি করতে হবে,এখনো এ রকম কিছু হয় নাই।

রিজার্ভ বাড়াতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,করছি তো আমরা। আপনারা দেখছেন আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সঙ্গে মাল্টিকারেন্সি অ্যাপ্রোচ গ্রহণ করছি। শুধু ডলার দিয়ে তো আমরা করছি না।

আরও খবর

Sponsered content