প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৮:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময় ঘরে তিনটি শিশু উপস্থিত থাকলেও তারা অক্ষত রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোররাতে (প্রায় রাত আড়াইটার দিকে) ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। জরুরি সেবার নম্বর ৯১১–এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন অভিযুক্ত বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। তাঁদের মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নন বলে নিশ্চিত করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট।
পুলিশ জানায়,গুলির শব্দ শুনে ঘরে থাকা তিনটি শিশু প্রাণ বাঁচাতে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে।এদের মধ্যে একজন সাহসিকতার সঙ্গে ৯১১ নম্বরে ফোন করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। বর্তমানে শিশুরা নিরাপদে রয়েছে এবং এক আত্মীয়ের তত্ত্বাবধানে আছে।
এ ঘটনায় অভিযুক্ত বিজয় কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চারটি হত্যাকাণ্ডসহ গুরুতর হামলা,গুরুতর অপরাধ সংঘটনের সময় হত্যা,ইচ্ছাকৃত হত্যা এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার একাধিক অভিযোগ আনা হয়েছে।
আটলান্টায় অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে।












