আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন-নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী,জেসিন্ডা আরডার্ন

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ২:০৬:০১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জেসিন্ডা আরডার্ন।এবার তিনি শিক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন। মঙ্গলবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।খবর বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়,একটি সেমিস্টারের জন্য জেসিন্ডা এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন।

প্রতিবেদনে বলা হয়েছে ,হার্ভার্ড ক্যানেডি স্কুলে দ্বৈত ফেলোশিপে নিযুক্ত হয়েছেন জেসিন্ডা।

‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস ফেলো’ প্রোগ্রামে কাজ করবেন তিনি।

জেসিন্ডা আরডার্ন বলেন, সহকর্মী হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পেরে অবিশ্বাস্যভাবে ভালো বোধ করছি।এটি কেবল আমাকে অন্যদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করার সুযোগই দেবে না,এটি আমাকে শেখার সুযোগ দেবে।’

ইনস্টাগ্রামে করা এক পোস্টে তিনি বলেন,যদিও আমি একটি সেমিস্টারের জন্য চলে যাব।কিন্তু ফেলোশিপ শেষে ফিরে আসব।কারণ,সর্বোপরি আমি নিউজিল্যান্ডেরই বাসিন্দা।

হার্ভার্ড কেনেডি স্কুলের ডিন ডগলাস এলমেনডর্ফ বলেছেন,জেসিন্ডা  আরডার্ন বিশ্বকে শক্তিশালী এবং সহানুভূতিশীল রাজনৈতিক নেতৃত্ব দেখিয়েছেন। তিনি তার কাজের মাধ্যমে নিউজিল্যান্ডের বাইরেও সম্মান অর্জন করেছেন।তিনি আমাদের ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি নিয়ে আসবেন।

চলতি বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন।তবে তার পাঁচ বছরের শাসনামলে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

 

 

আরও খবর

Sponsered content