জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই-পররাষ্ট্রমন্ত্রী,ড. এ কে আব্দুল মোমেন

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৪৪:০৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। ভিসা না দিলে সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন।এটা আমাদের বিষয় না।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘স্মার্ট বাংলাদেশ: দ্য ইয়ুথ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

মার্কিন ভিসানীতি ঘোষণার পর অনেক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়ার পরও তাদের ভিসা বাতিল হচ্ছে।এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন,সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন।এটা আমাদের বিষয় না।এটা তাদের মাথাব্যথা,আমার না।আমাদের অধিকাংশ লোকজন এসব ভিসা-টিসা নিয়ে খুব চিন্তিত নয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন,এক সময় ভারতবর্ষ ছিল মূল আকর্ষণ।এখন আর সেই অবস্থা নেই।আমরা সেই বাংলাদেশ দেখতে চাই,যেখানকার দূতাবাসে গিয়ে ধর্ণা দিতে হবে না, ডেকে ভিসা দেবে।মানুষের ন্যায্যঅধিকার বাড়িতে পৌঁছে যাবে। পাসপোর্ট পেতে তিন সপ্তাহের বেশি লাগবে না।এয়ারপোর্টে এসে কোনো অসুবিধা হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই।

তিনি বলেন,বাংলাদেশ সেই তলাবিহীন ঝুড়ির দেশ নয়,গত কয়েক বছরে স্থিতিশীলতা ও নেতৃত্বের পরিপক্কতার কারণে বাংলাদেশ অন‌্য উচ্চতায় পৌঁছে গেছে।

আরও খবর

Sponsered content