আন্তর্জাতিক

যশোরে ৩০৫টি শতবর্ষী গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছেন-ভারতের সুপ্রিম কোর্ট

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ঐতিহাসিক যশোর রোড সম্প্রসারণের জন্য পশ্চিমবঙ্গের বারাসত থেকে বনগাঁ পর্যন্ত অংশে ৩০৫টি শতবর্ষী গাছ কেটে ফেলার অনুমতি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

২০১৮ সালে গাছ কাটায় স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। বুধবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদালত জানান, ৩০৬টি গাছ কাটার আগে দেড় হাজার গাছ লাগাতে হবে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।খবর- হিন্দুস্তান টাইমসের।

উত্তর ২৪ পরগনার মানুষ কলকাতা তথা সারা ভারতের সঙ্গে সংযোগ রক্ষায় এই সড়কের ওপর নির্ভরশীল।আদালতের এই আদেশের মাধ্যমে যশোর রোড সম্প্রসারণ প্রকল্পের ওপর থেকে স্থগিতাদেশ সরে গেল।

যশোর রোড ভারতের ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাসড়ক।মহাসড়কটি নাম বাংলাদেশের যশোর এলাকার নাম থেকে নেওয়া হয়েছে।ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলায় যশোরের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করতে ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক এই সড়ক নির্মাণ করা হয়। পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই সড়ক ধরে অনেক মানুষ সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ নেন।

আরও খবর

Sponsered content