সংবাদ বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংকে চেয়ারম্যান হলেন সাইদুল ইসলাম

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৪:০৩:১৫ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।মো. সাইদুল ইসলাম যমুনা ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২২তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য চেয়ারম্যান নিযুক্ত করা হয়।

১৯৮১ সালে কুমিল্লার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে সাইদুল ইসলামের জন্ম।যুক্তরাজ্যের কনভেনট্রি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি।২০১০ সালে সাইদুল তাঁর পারিবারিক ব্যবসায়িক গোষ্ঠী ফাবিয়ান গ্রুপে যোগ দেন। তখন থেকে তিনি ওই গোষ্ঠীর মালিকানাধীন বিভিন্ন কোম্পানির দায়িত্ব সামলেছেন।

বর্তমানে সাইদুল ইসলাম ফাবিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাবিয়ান থ্রেড লিমিটেড,ফাবিয়ান মাল্টিফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড,ফাবিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এবং ফ্রক্স মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।তিনি ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কোম্পানির চেয়ারম্যানও।

সাইদুল ইসলাম বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের বড় ছেলে। তিনি দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশ নিয়েছেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares