জাতীয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়ীত্ব প্রাপ্ত মন্ত্রী মহোদয়ের বক্তব্য জরুরী

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২২ , ১২:৫৬:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নিজ মন্ত্রণালয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলেও অন্তত অন্যান্য দপ্তরের হানা দেয় মন্ত্রীরা। নিজের ব্যর্থতা কখনো স্বীকার করে না।যোগ্যতা-দক্ষতা, নিরপেক্ষতার সঙ্গে দেশ ও জাতির স্বার্থে সরকারি সুযোগ-সুবিধা ভোগরত সকলের ঐকান্তিক প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। অন্যের সমালোচনা করতে গিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আঃ রাজ্জাক। তার মন্ত্রণালয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, হাজারো সমস্যায় জর্জরিত কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের ব্যর্থতা সাফিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্যর্থতা তুলে ধরে তিনি। সেই সমালোচনার ঝড় উঠেছে।যার একটি ডাঃ মোঃ সরওয়ার জাহান(এমডি,সেফ বায়ো প্রডাক্ট লি.) ফেসবুকের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হয়েছে:-

কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই-
১ কেজি গাজরের দাম – ১৫০/-
১ কেজি টমেটোর দাম – ১২০/-
১ কেজি শিমের দাম – ১৪০/-
১ কেজি ঢেড়সের দাম – ৬০/-
১ কেজি কাচা মরিচের দাম – ৮০/-
১ কেজি বেগুনের দাম – ৬০/-
১ টি ফুল কপি ২০০ গ্রাম – ৫০/-
১ কেজি লতি – ৬০/-
১ কেজি নাজির চাল – ৮০/-

দয়া করে বলবেন কি এগুলোর ১ কেজির উৎপাদন খরচ কতো? আর এগুলোর এতো দাম কেন? নিজের অবস্থান পরিস্কার করার পর অন্যের অবস্থা নিয়ে কথা বলা উচিত। তা নাহলে আপনাকে নিয়ে সকলেই হাসাহাসি করবেন এটাই তো স্বাভাবিক।

আপনি এখন ডিম বিশেষজ্ঞ হয়ে গেলেন। এই অবস্থায় আমাদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়ীত্ব প্রাপ্ত মন্ত্রী মহোদয়ের বক্তব্য জরুরী, মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বক্তব্য জরুরী, অধিদপ্তরের বক্তব্য জরুরী।

এই বিষয়ে নিরব থাকলে জনগন মিথ্যাবাদীদের কথায় বিশ্বাস করবে তাতে কোন সন্দেহ নাই।

আরও খবর

Sponsered content