প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ৮:২২:৪৫ প্রিন্ট সংস্করণ
মোহনগঞ্জ প্রতিনিধি।।নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৭ নং গাগলাজুর ইউনিয়নে এক পাগলী একটি কন্যা সন্তানের জন্ম দেয়।

উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড করাচাপুর বাজারে দীর্ঘ তিন মাস যাবত থাকতেন এই পাগলী।
গতকাল (১৭ মার্চ) রোজ শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে এই কন্যা সন্তানের জন্ম হয়।
করাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমজাদ চৌধুরী বলেন,পনের থেকে বিশ দিন আগে করাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনেক ডিস্টার্ব করতেন এই পাগলী মহিলা।
তিনি আরও বলেন,সন্তান জন্ম দেওয়া এই পাগলী পনের দিন আগে এক নার্স দিয়ে পরীক্ষা করেন এবং জানা গেছে সে পেগনেট।এই পাগলী করাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচে অবস্থান করতেন।ইতি মধ্যে এই পাগলী একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয়। সে তার নিজের পরিচয় দিতে অক্ষম।
পরে থাকে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে মা ও নবজাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।















