প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫ , ৫:০৬:৫৭ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।আর,এই বৈঠকের নেপথ্যে ছিল ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

এমন তথ্য দিয়ে কলকাতা থেকে বহুল প্রচারিত দৈনিক আনন্দবাজার শনিবার ‘মোদী-ইউনূস বৈঠকে হাসিনা, সংখ্যালঘু’ শিরোনামের এক প্রতিবেদনে সূত্রের বরাতে লিখেছেঃ
“ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের কাছ থেকে অনুরোধ এসেছিল,শীর্ষ পর্যায়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার জন্য। কূটনৈতিক মহলের একাংশের ধারণা,সে দেশে যে ভারত-বিরোধী ভাষ্য তৈরি হয়েছে,তা কিছুটা হলেও কমাতে মোদী-ইউনূস বৈঠক কাজে আসবে।
আজ বিদেশ সচিবের কথায়, “প্রধানমন্ত্রী ঢাকাকে জানিয়েছেন, পরিবেশকে বিষাক্ত করে দেয়, এমন কথাবার্তা এড়িয়ে যাওয়া প্রয়োজন…”
[কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব তারিক চয়নের এই লেখাটি ফেসবুক থেকে নেয়া]

















