অপরাধ-আইন-আদালত

মেহেন্দিগঞ্জে সরকারি খাসজমির জমির অর্ধ লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি!

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২২ , ১০:৩১:২৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ(শ্রীপুর) ইউনিয়নের কাঠের পোল এলাকার সরকারি খাসজমি ১৩৯২ দাগের অর্ধ লক্ষাধিক টাকার সরকারি রোপনকৃত গাছ জাকির হোসেন হাওলাদার ওরফে জাকির ফিটার পিতা মোঃ আফসার উদ্দিন হাওলাদার(আজহার) কেটে বিক্রি করছেন।ভূমিদস্যু বিএনপির নেতা জাকির ফিটার চরগোপালপুর ইউনিয়নের দেওয়ান বাড়ির(কাজিরচর)স্হায়ী বাসিন্দা। শ্রীপুর ইউনিয়নের আলী হোসেন ভূঁইয়ার নাতিন হিসেবে বেপরোয়া হয়ে উঠেছে।

এব্যাপারে জাকির হোসেন হাওলাদার ওরফে জাকির ফিটার সাংবাদিকদের বলেন, আমি গাছ আলিমাবাদ ইউনিয়নের তশীলদারের কাছ থেকে নগদ ১৫হাজার টাকা দিয়ে কিনেছি।

এ বিষয়ে আলিমাবাদ ইউনিয়নের তশীলদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। তবে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি),এডিসি,আরডিসি, মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে নির্দেশ দিয়েছেন।

বিস্তারিত আসছে——

আরও খবর

Sponsered content