সারাদেশ

মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনায় নিজাম উদ্দিন বেপারীর স্ত্রী ও মেয়েকে পিটিয়ে আহত

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৪ , ৪:৫১:২৬ প্রিন্ট সংস্করণ

0Shares

মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নে তুচ্ছ ঘটনায় মা-মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে শিশুদের খেলনা চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে রেকসানা বেগম এর সাথে প্রতিপক্ষ আয়শা বেগম এর কথার কাটাকাটি হয়।এক পর্যায় আয়শা বেগম এর পক্ষ নিয়ে তার শশুর নুরু বেপারী ও স্বামী রিপন বেপারি মিলে লাঠিসোটা নিয়ে রেকসানা বেগম এর বাড়িতে প্রবেশ করে এ্যালোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে রেকসানা বেগম ও তার মেয়ে এস এস সি পরীক্ষার্থী লাবুনী আক্তারকে।

আহতরা হলেন আলীমাবাদ ইউনিয়নের নন্দপুরা গ্রামের নিজাম উদ্দিন বেপারী স্ত্রী ৪ সন্তানের জননী রেকসানা বেগম এবং মেয়ে লাবুনী আক্তার।এদেরকে স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গত ১৪ জানুয়ারি বিকাল আনুমানিক ৩ টার সময় মারধর করার ঘটনাটি ঘটে।

সুত্র জানায় আহত রেকসানা বেগম এর মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী সুলতান বেপারী ও তার স্ত্রী লুৎফানেছা,পারভীন বেগম। আহতের পরিবার প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন।অভিযুক্ত হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এই ঘটনায় আহতদের পক্ষে নিজাম উদ্দিন বেপারী বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াসিনুল হক বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares