প্রতিনিধি ৩১ জুলাই ২০২৪ , ৫:০৫:২৬ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এআলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা
কাজী আনিসুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু,ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ,গোলাম মোস্তফা রাঢ়ী,বাহাউদ্দীন ঢালী,উপজেলা প্রকৌশলী,নৌ-পুলিশের ইনচার্জ মোঃ শরিফুল ইসলামসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,আমারা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে।তা ছাড়া দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে।আলোচনা সভা শেষে ৪জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।পরে উপজেলা পরিষদের পুকুরে দেশী মাছ অবমুক্ত করেন উপজেলা প্রশাসন।






