অপরাধ-আইন-আদালত

মেহেন্দিগঞ্জে গাঁজাসহ কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ২:২৫:৪৫ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জে গাঁজাসহ কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জে-গাঁজাসহ আরিফ হোসেন খান (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তার সহযোগী শুভ দেবনাথ (২৭)কেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে সোমবার রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর সোনামুখী ওয়ার্ডের রুপালি ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরিফ হোসেন খান পৌরসভার সোনামুখি ওয়ার্ডের মোঃ শহীদুল ইসলাম খান এর ছেলে এবং সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আর-সি) কলেজ ছাত্রদলের সহ-সভাপতি।সহযোগী শুভ দেবনাথ একই ওয়ার্ডের সুশীল দেবনাথ এর ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান হাওলাদার
বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার ২নম্বর ওয়ার্ড সোনামুখি রুপালী ব্যংক এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে ১০০গ্রাম গাঁজা জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর

Sponsered content