প্রতিনিধি ২ মে ২০২৫ , ৫:০৭:৫৯ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।আল কারিম কওমি মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও পরামর্শ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট) আসনে বিএনপির মানোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর উপস্থিতি নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ।দুই প্রার্থী হলেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ ও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সহকারী এটর্ণি জেনারেল (বিডিআর ট্রাইবুনাল) এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।

এর আগে কখনও এক মঞ্চে তাদের দুজনকে দেখা যায়নি। তাই বিষয়টি নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
বৃহস্পতিবার (১লা মে) বিকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ওই মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন মোহাম্মদ বেলায়েত হোসেন রাঢ়ী।আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু,বিশিষ্ট সমাজ সেবক মেহেদী হাসান রাজিম,মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ আর বিশেষ অতিথি ছিলেন সহকারী এটর্নি জেনারেল হেলাল উদ্দিন।
















