অপরাধ-আইন-আদালত

মেহেন্দিগঞ্জে ইসলামি আন্দোলন এর ওয়ার্ড সেক্রেটারির ঔষধের ফার্মেসিতে দুর্বৃত্তদের আগুন

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৫ , ২:২২:১৯ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বউডুবারচরের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি সাদেকুর রহমান সবুজ এর ফার্মেসীতে অগ্নিসংযোগ করার সংবাদ পাওয়া গেছে।

দুর্বৃত্ত কর্তৃক ধারাবাহিক ক্ষতির সম্মুখীন হয়ে পথে বসার উপক্রম হয়েছেন তিনি।এর আগে তার বাগানের সুপারি গাছ কেটে সাবাড় করা,সব্জির ফসল নষ্ট করা,খড়ের পালা পুড়িয়ে দেওয়াসহ সর্বশেষ তার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের ফার্মেসিতে অগ্নি সংযোগ করেন দুর্বৃত্তরা।সব হারিয়ে সর্বসান্ত হয়ে পড়েছেন তিনি।জানা গেছে সোমবার (৭ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১১টার সময় ফার্মেসীতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।এতে দোকানের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার ঔষধ পুড়ে ছাই হয়ে গেছে।

এবিষয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ সাদেকুর রহমান সবুজ বলেন,ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগদান করা কি আমার অপরাধ?যোগদান করার পর থেকেই দুর্বৃত্তরা আমার বহুমুখী ক্ষতিসাধন করে যাচ্ছেন।এও বলেন ইসলামি আন্দোলনে যোগ দিয়ে কি পাপ করেছি?যে আমার শত্রু বেড়ে গেলো। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন,আমার ফার্মেসী বউডুবারচর বাজারে অবস্থিত।প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১০টায় ফার্মেসী বন্ধ রেখে বাড়িতে যান সাদেকুর রহমান সবুজ (ডাক্তার)।রাত আনুমানিক পৌনে ১১টার সময় বাজার থেকে আল আমিন নামের এক ব্যক্তি ফোন দিয়ে জানান তার ফার্মেসীতে আগুন জ্বলছে।দৌড়ে এসে স্থানীয়দের সহযোগিতায় আধাঘন্টার প্রচেষ্টায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি।অল্পের জন্য বাজারটি রক্ষা পেয়েছে।কেবা কাহারা আগুন দিয়েছে তিনি জানেন না বলেও জানান।

দুর্বৃত্তদের ধারাবাহিক অত্যাচারে অতিষ্ঠ ৫ ই আগষ্টের পরের ইসলামি আন্দোলনে যোগদানকারী সাবেক ইউপি সদস্য সবুজ ডাক্তার।তিনি বর্তমানে ওই ওয়ার্ড ইসলামি আন্দোলন এর সাধারণ সম্পাদক।

স্থানীয় সোহেল বয়াতি বলেন,সাদেকুর রহমান সবুজ একজন ভালো মানুষ। তার সাথে কারো কোন বিরোধ থাকার কথা নেই। তিনি সকলের সাথে সদাচরণ করেন।বারবার তার সম্পদের ক্ষতি করা দুঃখজনক।তদন্ত সাপেক্ষে দুষ্কৃতকারীদের বিচার দাবি করছি। ইসলামি আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন বলেন,সবুজ ডাক্তার আমাদের সংগঠনের ওয়ার্ড সেক্রেটারি। সে খুব জনপ্রিয় ব্যক্তি।যে বা যাহারা তার প্রতিষ্ঠানে আগুন দিয়েছে তারা সুপরিকল্পিত ভাবে আগুন লাগিয়েছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মেহেন্দিগঞ্জ থানা ডিউটি অফিসার মোঃ জসিম উদ্দিন বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content