প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৭:২৭ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জে ইলিশা নদীতে নিখোঁজ হওয়ার ৫দিন পর তেতুলিয়া নদী থেকে জেলের ভাসামান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ডিসেম্বর) সকাল ৮টার দিকে শ্রীপুর ও চরগোপালপুর ইউনিয়নের মাঝামাঝি এলাকার তেতুলিয়া নদী থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মরদেহটি উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের
মোহাম্মদ হোসেন ভূইয়া (৪০)নামে এক জেলের।নিহত জেলে ওই গ্রামের হাফেজ ভূইয়ার ছেলে।নিহতের ১ছেলে ১মেয়ে।
স্থানীয়রা জানান,গত শুক্রবার (৫ডিসেম্বর) রাতে ইলিশা নদীতে জাল ফেলতে গিয়ে নিখোঁজ হন মোহাম্মদ হোসেন ভূইয়া (৪০)।
নিহতের চাচাতো ভাই আজাদ ভূইয়া বলেন,গত শুক্রবার আমার চাচাতো ভাই মোহাম্মদ হোসেন ভূইয়া ছোট্ট একটি নৌকা নিয়ে ইলিশা নদীতে মাছ শিকারে গিয়ে আর ফেরেনি। একদিন পরে শনিবার সকালে নদীতে তার নৌকাটি ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখলেও তাকে পাওয়া যায়নি।৫দিন পর আজ তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা সংবাদ দিলে আমাদের আত্নীয় স্বজনরা গিয়ে লাশটি উদ্ধার করে।আমাদের ধারনা লঞ্চের ধাক্কায় চাচাতো ভাইসহ ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা ডুবে যায়।
নিহতের ছোট ভাই হাসান ভূইয়া বলেন, ভাসমান অবস্থায় আমার ভাইয়ের লাশ উদ্ধার করেছি। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। হাটু ও মাথায় কাটা জখম দেখা যায় । আমাদের ধারণা লঞ্চের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এদিন সকাল সাড়ে ১১টায় তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জ নৌ-পুলিশের স্টেশন ইনচার্জ মোঃ এনামুল হক জেলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের ফোর্স যাওয়ার পুর্বেই নিহতের পরিবার লাশটি দাফন করে দেয়। এ বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।













