প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ১২:২৮:৩৬ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোঃ শরীফা আক্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃ রিয়াজুর রহমান বলেন,বেগম রোকেয়া হলেন নারী জাগরণের অগ্রদূত। তাঁর অনুপ্রেরণামূলক কাজ সমাজের নারীদের সকল ক্ষেত্রে অবদান রাখতে সাহায্য করেছে।নারীদের শিক্ষিত করে তুলতে তিনি একাই লড়েছেন গোটা সমাজের সাথে।উপজেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা নিজ যোগ্যতায় স্ব-স্ব ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন,যা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
সভাপতি আরও বলেন,পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীরা খুবই অসহায়।তাই নারীদের অর্থনৈতিক মুক্তি আনতে হবে।দেশের অর্থনীতিতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা হতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারীদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন।এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি,শিক্ষক,শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীবৃন্দ এবং অন্যান্য সুধিজন।
এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব পালিত ।

















