সারাদেশ

মেহেন্দিগঞ্জে অসহায়দের মধ্যে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন প্রবাসী বিল্লাল হোসেন ফকির!

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৪ , ১:২৭:৪৩ প্রিন্ট সংস্করণ

মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।এসো দূর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত,তাদের হাতে হাত রাখি সহানুভূতির আপন হাতে।এই স্লোগান কে সামনে রেখে, মানবতার কল্যানে প্রবাসী বেল্লাল হোসেন ফকির এর উদ্যােগে চানপুর ইউনিয়নে ১০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।ব্যক্তিগত উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন তিনি।বুধবার (২৪ জানুয়ারি ) বিকাল ৪টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার ১১নং চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের পাতনিঘাটা নামক এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রবাসী বেল্লাল হোসেন ফকির এর পক্ষে তার নিকট আত্মীয় স্বজনরা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।কম্বল বিতরণের আগে সবার শান্তি ও মঙ্গল কামণা করা হয়। বেল্লাল হোসেন ফকির বলেন,আমি আমার ক্ষুদ্র ইনকাম থেকে সামান্য কিছু টাকা খরচ করে মানুষের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি,আমি যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য সহযোগিতা করে যাবো,মানুষ মানুষের জন্য তাই সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দূর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন,তা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।ব্যক্তি পর্যায়ের উদ্যোগের মাধ্যমে এমন পরিস্থিতি থেকে শীতার্তদের রক্ষা করা যায়। দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবসেবা।এটা সওয়াবের কাজও বটে।

উল্লেখ্য গত বছরেরও শীতার্ত মানুষের মাঝে শীত বস্তু বিতরণ করেছিলেন তিনি।

আরও খবর

Sponsered content