প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ২:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ (বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের যাদুয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে বসতঘরে সন্ত্রাসী হামলা,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন—মন্নান সরদার (৪৭),তার স্ত্রী মোরশেদা বেগম (৪০) এবং ছেলে শাকিল (২২)। শুক্রবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,সুপারি চুরির অভিযোগকে কেন্দ্র করে আগে থেকেই শাকিলের সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। যদিও শুক্রবার দুপুরে বিষয়টি মীমাংসা হয়,কিন্তু বিকালে মতলেব বাঘা ও তার সহযোগীরা পূর্বশত্রুতার জেরে শাকিলকে ‘চোর’ আখ্যা দিয়ে বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা লাঠিসোটা দিয়ে শাকিলসহ তার বাবা-মাকে পিটিয়ে গুরুতর জখম করে।এছাড়া তারা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে আলমারিতে থাকা নগদ টাকা,স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন শাকিলের নানী সামছুন্নাহার।
বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় গোয়ালে থাকা গরু-বাছুর নিয়েও শঙ্কিত তারা।স্থানীয়রা জানান,হামলাকারীরা পার্শ্ববর্তী গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা হলেও নদীভাঙনের কারণে যাদুয়ায় বসতি গড়ে তুলেছে।এর আগেও তারা একাধিক হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।

















