অপরাধ-আইন-আদালত

মেমোরি কার্ড আত্মসাতের অভিযোগে সাত জনের বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ৫:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।আমদানি নিষিদ্ধ ২ লাখ ১০ হাজার পিস মেমোরি কার্ড আত্মসাতের অভিযোগে ঢাকা কাস্টম হাউজের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুর রউফ সরকারসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ জুন) দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন উপ-পরিচালক সুভাস চন্দ্র দত্ত।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ আদনান জানান, আসামিরা পরস্পর যোগসাজোশ অসৎ উদ্দেশ্যে আমদানি নিষিদ্ধ পণ্য আমদানি করা সত্ত্বেও অবৈধভাবে যাত্রী মামুন হাওলাদারের আনা মেমোরি কার্ডের ইনভয়েস গোপন করেন।

তারা সংশ্লিষ্ট অন্যকোনও কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতা না নিয়ে ২ লাখ ১০ হাজার পিস মেমোরি কার্ড গণনা ছাড়াই ‘গণনা করা হয়েছে’ বলেন উল্লেখ করেন।আটক হারুন-অর-রশীদ যাত্রীর আমদানি নিষিদ্ধ পণ্যকে খালাসযোগ্য বলে প্রত্যয়ন করেন।এরপর যাত্রী মামুন হাওলাদারের কাছ থেকে জব্দ করা ব্যাগেজের মেমোরি কার্ড অবৈধভাবে পরিবর্তন ও আত্মসাৎ করেন।

মামলার আসামিরা হলেন— যাত্রী মামুন হাওলাদার (৫০), সাবেক রাজস্ব কর্মকর্তা আ. রউফ সরকার (৬১), ট্রানজিট ও মূল্যবান গুদাম কর্মকর্তা হারুন-অর-রশীদ (৬৪), আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের সাবেক নির্বাহী অফিসার মামুন ইফতেখার রহমান (৪২), সহকারী নিয়ন্ত্রক ফাতেমা খাতুন (৩২),উপনিয়ন্ত্রক মনিরুজ্জামান খান (৩৬) এবং নিয়ন্ত্রক আওলাদ হোসেন (৫০)।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares