প্রতিনিধি ৭ মে ২০২৩ , ১২:২৪:২৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুর জেলা প্রতিনিধি।।মুক্তিযুদ্ধের সময় হত্যা,ধর্ষণ ও লুটপাটের দায়ে ২০ বছর করে কারাদণ্ড চিহ্নিত যুদ্ধাপরাধী আলীম উদ্দিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে তার মেয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান।

তিনি বলেন,পাগলা থানার সাধুয়া গ্রামের আব্দুল গফুর খানের ছেলে আলীম উদ্দিনের বিরুদ্ধে ২০১৬ সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মুক্তিযুদ্ধের সময় হত্যা,ধর্ষণ ও লুটপাটের দায়ে ২০ বছর করে কারাদণ্ড দেন আদালত।
আলীম উদ্দিন শ্রীপুরের বেলদিয়া গ্রামে মেয়ে রিনা আক্তারের বাড়িতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে

















