প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৪:০৫:১১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ডেইলি স্টার সম্পাদক ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি মাহফুজ আনাম দেশের গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।তিনি বলেছেন,স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে কখনও কোনো সংবাদপত্রের অফিস বা মিডিয়া হাউজে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।

মাহফুজ আনামের বক্তব্যের মূল ভাবনা:
ঐতিহাসিক রেকর্ড: দেশের গণমাধ্যমের ইতিহাসে এমন কোনো আগুনঘটনার নজির নেই।
গণতান্ত্রিক ভিত্তি: তিনি গণমাধ্যমকে দেশের গণতান্ত্রিক অগ্রগতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।
নিরাপত্তার গুরুত্ব: সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সমাজ উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন,সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা গেলেও সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা অত্যন্ত জরুরি। সাংবাদিকরা যেন স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে তথ্য পৌঁছে দিতে পারেন,সেটিই সকলের দায়িত্ব।

















