প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৫:০১:১৬ প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।ঘটনার পরপরই অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে জানান,রবিবার (১২ জানুয়ারি) রাতে তিনি ও তার স্ত্রী মানিকগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দেরি হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে রাত আনুমানিক ১২টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নেন।এ সময় হাসপাতালের দায়িত্বে থাকা দুই আনসার সদস্য নিরাপত্তার অজুহাতে তাদের হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়,বিভিন্ন অজুহাতে দীর্ঘ সময় সেখানে অবস্থান করানো হয়। একপর্যায়ে রাত আনুমানিক ৩টার দিকে ভুক্তভোগীর স্বামীকে আলাদা স্থানে আটকে রেখে অভিযুক্তরা তার স্ত্রীকে ধর্ষণ করে।
ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মেডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও আনসার সদস্যদের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।













