রাজনীতি

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে র‌্যাব আটক করেছে-রিজভী

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ১২:৪১:২৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বরিশালে বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে র‌্যাব আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি দাবি করেছেন, ‘সুলতানা আহমেদ এখন র‌্যাব-৩ এর কার্যালয়ে।’ অবশ্য এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে র‌্যাবের কর্মকর্তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

রবিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, ‘গতকাল বরিশাল শহরে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ লঞ্চে ঢাকা সদরঘাটে পৌঁছার পর গাড়িতে উঠে কিছুদুর অগ্রসর হওয়ার পর র‌্যাব-৩ এর একটি টিম এসে তার গাড়ি আটকায়। এসময় তাকেসহ গাড়ির সবাইকে র‌্যাবের কার্যালয়ে নিয়ে গেছে। সুলতানা আহমেদ এখন র‌্যাব-৩ এর কার্যালয়ে।’

সরকার জুলুমের নানা ধরনের বৃত্ত রচনা করেছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘সুলতানা আহমেদকে তুলে নিয়ে কোন আয়নাঘরের কয়েদখানায় রাখা হয়েছে সেটি আমরা কেউ জানি না। দুঃশাসনের জাল আষ্টেপৃষ্ঠে চারিদিক দিয়ে বেঁধে ফেলা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে রিজভী উল্লেখ করেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সুলতানা আহমেদকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর আহবান জানাচ্ছি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সুলতানা আহমেদ স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে আমরা নিশ্চিত হয়েছি। তিনি এখনও র‌্যাব টিকাটুলি অফিসে আছেন। সকালে তার গাড়ির চালক ওষুধ দিয়ে এসেছেন।’

এদিকে তাকে আটকের বিষয়ে র‌্যাব-৩ এবং র‌্যাব-১০ এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

আরও খবর

Sponsered content