অপরাধ-আইন-আদালত

ভোলায় পাচারের সময় ৩৭ ব্যারেল চোরাই সয়া‌বিন তেল জব্দ-আটক ১

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ৬:০০:৪৮ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি।।ভোলায় পাচারের সময় এক‌টি কাভার্ড ভ্যান ভ‌র্তি ৩৭ ব্যারেল চোরাই সয়া‌বিন তেল জব্দ করেছে র‌্যাব-৮। এ সময় কাভার্ড ভ‌্যানের চালককে আটক করা হয়।

আটক চ‌ালকের নাম মো. ইব্রাহীম (৩৫)।তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মা‌নিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. না‌ছিরের ছেলে।জব্দ তেলের আনুমা‌নিক বাজার মূল‌্য প্রায় ১১ লাখ টাকা বলে জা‌নিয়েছেন র‌্যাব।

শ‌নিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে কার্নিভাল ক্রুজ ‌থেকে তেলের ব‌্যারেল ভ‌র্তি কাভার্ড ভ‌্যান জব্দ করা হয়।

র‌্যাব-৮ এর ভোলার ক‌্যাম্প কমান্ডার লে. শাহ‌রিয়ার রিফাত তথ‌্য নি‌শ্চিত করে জানান,গোপন সভার ভি‌ত্তিতে শ‌নিবার (৫ জুলাই) সাড়ে ৮টার দিকে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে অভিযান প‌রিচালনা করা হয়।এ সময় ইলিশা ঘাট থে‌কে ঢাকাগামী কার্নিভাল ক্রুজ থে‌কে এক‌টি কাভার্ড ভ‌্যানে তল্লাশি করে ৩৭ ব‌্যারেল চোরাই সয়া‌বিন তেল সহ চালককে আটক করা হয়।জব্দ ৩৭ ব‌্যারেলে প্রায় ৬ হাজার ৮৪৫ লিটার তেল রয়েছে।যার আনুমা‌নিক বাজার মূল‌্য প্রায় ১১ লাখ টাকা।

তি‌নি আরও জানান,জব্দ চোরাই সয়া‌বিন তেল ভোলার দৌলতখান উপ‌জেলার থে‌কে ঢাকায় পাচার করার উদ্দেশ্যে নি‌য়ে যাওয়া হচ্ছিল।আমরা আইনগত ব‌্যবস্থা গ্রহনের জন‌্য কাভার্ড ভ‌্যান,সয়া‌বিন তেল ও আটক চালকসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করব।

আরও খবর

Sponsered content