সারাদেশ

ভোলায় পাঁচটি আধুনিক লঞ্চঘাট-ল্যান্ডিং স্টেশন হবে-এম সাখাওয়াত হোসেন।

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৪:২৯:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচটি আধুনিক লঞ্চঘাট-ল্যান্ডিং স্টেশন হবে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশাঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন,নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার।

উপদেষ্টা বলেন,দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনে অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ।তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে।এছাড়া যাত্রী হয়রানি,ঘাটে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন,এসব ঘাটে যাত্রীরা পাবেন সর্বাধিক সুবিধা।বিগত দিনের চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।পরে তিন দিনের সফর শেষে বরিশালের বিভিন্ন ঘাট পরিদর্শনের উদ্দেশ্য ভোলা ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা,উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম,জেলা প্রশাসক মো. আজাদ জাহান প্রমুখ।

আরও খবর

Sponsered content