আরো

ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ১:৪১:২৪ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।সতের আঠারো বার হাজতে রাত কাটিয়েছি। জেল খেটেছি দু`বার।বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বিরোধী দলের বহু নেতাকর্মী হামলা-মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন।তাঁদের এক যুব মহিলালীগ নেত্রী সুলতানা রাজিয়া।

সম্প্রতি একুশে টেলিভিশন অনলাইনের সঙ্গে আলাপকালে তাঁর ওপর জোট সরকারের পুলিশ বাহিনীর নির্যাতনের বর্ণনা দেন এই নেত্রী।এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সুলতানা রাজিয়া বলেন, অসংখ্যবার পুলিশের মার খেয়েছি। আমরা নারী কর্মী হলেও পুরুষ পুলিশের মার থেকে রেহাই পেতাম না। মারের সঙ্গে চলতো অশ্রাব্য গালাগাল।এখনো গায়ের অনেক জায়গায় পুলিশের মারের দাগ আছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares