প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ১:২৬:৪১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ১ অক্টোবর আয়োজিত ভূমি আইন অধ্যয়ন, ভূমি সুরক্ষা এবং ভূমি উন্নয়ন বিষয়ক অনুষ্ঠিত হয়েছে।

Roundtable Discussion সভায়…যেখানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভূমি আপীল বোর্ডের মাননীয় চেয়ারম্যান (সচিব) ড. অমিতাভ সরকার, বাংলাদেশ বার কাউন্সিলের মাননীয় সচিব (ইন চার্জ) আফজাল-উর রহমান, Bangladesh Judicial Administration Training Institute (JATI)-এর মাননীয় ডেপুটি ডিরেক্টর (ট্রেইনিং) ড. মোহাম্মদ আলমগীরসহ শিক্ষাবিদ, আইনজীবী প্রমূখ।

















